বরিশালে বিপুল পরিমাণ নকল স্বর্ণের কয়েনসহ দুই প্রতারক গ্রেফতার
আল-আমিন|০০:২৫, জানুয়ারি ০১ ২০২৪ মিনিট
নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে বিপুল পরিমাণ নকল স্বর্ণের কয়েনসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রবিবার (৩১ডিসেম্বর) নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো: ছগির হোসেন। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার উজানী গ্রামের গঞ্জর আলীর ছেলে মজিবর মোল্লা ওরফে জামাল (৬০) অপরজন হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নিকনহাটি গ্রামের মৃত হোসেন শেখের পুত্র একরাম শেখ (৫৯)।
ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, দীর্ঘদিন যাবত এই প্রতারক চক্রটি বরিশাল নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে প্রতারণা করে হাতিয়েছেন অর্থ।
গত (২৪ ডিসেম্বর) বাজার রোড এলাকায় এক এক ব্যক্তিকে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিতে চেয়েছিলেন অর্থ।
ভুক্তভোগী কৌশলে বিষয়টি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করে জানালে তাদের ধরতে অভিযান চালিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলবেলা নগরীর ২০নং ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করি।
এসময় তাদের কাছ থেকে এগারোশো ষাট পিস(১১৬০) নকল স্বর্নের কয়েন উদ্ধার করি।
এঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন নগর গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর ফিরোজ আলম।