বরিশালে তরুণীর মরদেহ উদ্ধার
রিপোর্ট দেশ জনপদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে মিম আক্তার (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম ওই গ্রামের মিজান মৃধার মেয়ে।
নিহতের বাবা মিজান মৃধা জানান, শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের নিজরুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন মিম। তবে কী কারণে মিম গলায় ফাঁস দিয়েছেন তা জানাতে পারেননি বাবা।
তিনি আরও জানান, গত দুই বছর আগে কালকিনি উপজেলার মোক্তারহাট গ্রামের রিপন মাতুব্বরের ছেলে শান্ত মাতুব্বরের সঙ্গে বিয়ে হয়েছিল মিমের। গত কয়েক মাস যাবত স্বামীর সঙ্গে কলহের জের ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন মিম।
গৌরনদী মডেল থানার এসআই হৃদয় চাকলাদার জানান, খবর পেয়ে নিহতের লাশ রাতেই উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।