বরিশাল-৩ এ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মেনন

আল-আমিন | ১৯:৫২, নভেম্বর ২৯ ২০২৩ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতারা। বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন । এ সময় তার সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ফিরোজ বলেন, বাবুগঞ্জ থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপির মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জোটের সিদ্ধান্তে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তার (রাশেদ খান মেনন) প্রতীক এখনও চুড়ান্ত করা হয়নি। যেহেতু ৩০ নভেম্বর জমাদানের শেষ সময় তাই ওইদিন বিষয়টি নিশ্চিত করা হবে। জানা গেছে, জোটের সমর্থন পেলে প্রতীক হবে নৌকা। আর জোটের বাইরে নির্বাচন করলে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি এলাকার প্রয়াত বিচারপতি (১৯৫৬-১৯৬২) আব্দুল জব্বার খানের ছেলে।