বরিশাল জেলার নৌকার মাঝি হলেন যারা

আল-আমিন | ১৯:২৩, নভেম্বর ২৬ ২০২৩ মিনিট

বরিশাল ব্যুরো৷ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল সদর ও জেলার পাঁচটি আসনে কে কে হচ্ছেন নৌকার মাঝি?। তফসিল ঘোষণার পরপরই এনিয়ে গুঞ্জনের যেনো কমতি ছিলোনা। যদিও এবার জেলার ছয়টি আসনের চারটিতেই নতুন মুখ। এমন জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বরিশাল জেলার নৌকার মাঝি হলেন যারা। বরিশাল ১, আবুল হাসানাত আব্দুল্লাহ। বরিশাল ২, তালুকদার মো: ইউনুস, বরিশাল ৩, খালেদ হোসেন স্বপন। বরিশাল ৪, শাম্মি আক্তার। বরিশাল সদর ৫,কর্নেল জাহিদ ফারুক শামিম ও বরিশাল ৫, কর্নেল হাফিজ মল্লিক। রবিবার (২৬নভেম্বর) আওয়ামীলীগের কেন্দ্রীয় অফিস থেকে নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষনার পরপরই বরিশাল নগরী ও জেলার উপজেলা গুলোতে আনন্দ মিছিল দেখা গেছে। আগামী (৭জানুয়ারি ২০২৪) ভোট গ্রহণ।