বরিশাল ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি হলেন রবিন বল্লভ
আল-আমিন|২১:০০, নভেম্বর ২৫ ২০২৩ মিনিট
নিজস্ব প্রতিবেদক।।
গতকাল শুক্রবার(২৪নভেম্বর) সমগ্র বাংলাদেশ ব্যাপি অনুষ্ঠিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের নির্বাচন। একইভাবে অনুষ্ঠিত হয়েছে বরিশাল অঞ্চলিক সংঘের নির্বাচন গতকাল শুক্রবার বরিশাল জেলার উজিরপুরস্ত দক্ষিণ সাতলা ব্যাপ্টিষ্ট চার্চে অনুষ্ঠিত হয় এই অঞ্চলের নির্বাচন।
উক্ত নির্বাচনে বরিশালের ৩৯টি চার্চের সদস্য মোট ১৪টি পদে প্রতিদন্ধিতা করেন। সভাপতি, সহ-সভাপতি, কাউন্সিলর ৫জন ও কার্যনির্বাহী সদস্য ৭জন।
নির্বাচনে বরিশাল সিটিতে অবস্থিত চার্চ গুলো থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন এডওয়ার্ড রবীন বল্লভ ও মেরি জনসন। ভোটে এডওয়ার্ড রবীন বল্লভ সহ-সভাপতি পদে মেরি জনসনকে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ায় বরিশালের সকল ধর্মীয় প্রতিষ্ঠান সহ খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাস প্রকাশ করতে দেখা গিয়েছে।
রবীন বল্লভ ধর্মীয় ও সামাজসেবা মূলক কর্মকাণ্ডে সুনাম কুড়িয়েছেন তরুণ বয়সেই। আর সেই সেবামূলক কার্যক্রম সামনের দিনগুলওতেই একই ভাবে অভ্যাহত থাকবে বলেও জানান রবিন বল্লভ।