এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক | ০১:৪৮, সেপ্টেম্বর ১২ ২০২৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক  : এনআই অ্যাক্টের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বরিশাল নবগ্রাম রোর্ড খান বাড়ি এলাকার রশিদ খানের ছেলে মোঃ মহসিন খান বাশার (৩৮) কে গ্রেফতার করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশ । ১১ সেপ্টেম্বর সকালে নবগ্রাম রোর্ড যুবক হাউজিং এলাকা থেকে বাশারকে গ্রেফতার করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার এসআই মোঃ রাহাতুল ইসলাম জানান। তার বিরুদ্ধে আদালতে ২০২০ সালের এনআই অ্যাক্ট-১৩৮ ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই আসামি বশার শহরের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এসআই মোঃ রাহাতুল ইসলাম ।