বরিশাল মহানগর ছাত্রলীগের মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, কৃষক কূলের নয়নের মনি আব্দুর রব সেরনিয়াবাত সহ ১৫ই আগষ্ট কালরাত্রিতে শাহাদাৎ বরণকারী সকল শহীদ এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় যারা আত্মাহুতি দিয়েছেন এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভী রহমান সহ ২১ আগস্টে নিহত সকল শহীদের স্মরনে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বরিশাল জিলা স্কুল জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল কাদের কাশেমী দোয়া মোনাজাত পরিচালনা করেন।দোয়া মোনাজাতে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা বাবু সরদার, জায়েদ হাসান সানি, অমিত সাহা, ফারদিন শরিফ অপি, মোঃআশরাফুল, আবু তাহিয়ান বাবু, মেহেদী হাসান রিদয়, রিদি চৌধুরী, রায়হান হাওলাদার ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা নাঈম উদ্দীন সহ প্রমুখ।