বিপুল পরিমাণ ইয়াবাসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী আটক

নিজেস্ব প্রতিবেদক | ১৩:৪৪, আগস্ট ১৪ ২০২৩ মিনিট

বরিশাল ব্যুরো। বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্থানীয় ইউপি সদস্য(মেম্বার) ও তার দুই সহযোগী আটক হয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওহাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন, গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো: আশরাফ সরদারের ছেলে সোহেল সরদার (৩২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আব্দুল মান্নানের ছেলে মো: ফোরকান(২২) ও জাফর আহমেদের মেয়ে হালিমা বেগম(৪০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম লিখিত বক্তব্য জানান, (১৩ আগস্ট) রবিবার দুপুরবেলা উপজেলার ভুরঘাটা নামক স্থানে ঢাকা বরিশাল হাইওয়ে সড়কে তাদের তল্লাশি করে প্রায় নয় হাজার (৯০০০) ইয়াবা উদ্ধার করা হয়। এসম তিনি আরও বলেন, খানজাপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল সরদার এর আগেও একাধিকবার মাদকসংশ্লিষ্ট ঘটনায় আটক হয়েছেন। তারপরও তিনি জনপ্রতিনিধি হিসেবে কিভাবে বহাল থাকেন এ নিয়ে প্রশ্ন তার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষদের কাছে । বরিশাল জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর কাজী ওবায়দুল কবির বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নয় হাজার ইয়াবাসহ ইউপি সদস্য সোহেল সরদার ও তার দুই সহযোগীকে আটক করেছি। এই ঘটনায় বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাও দায়ের করেন তিনি।