নগরীতে ফেন্সিডিলসহ সেন্টু আটক,পালিয়েছে মিলন
বরিশাল ব্যুরো।।
বরিশাল নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী সেন্টুকে ফেন্সিডিলসহ আটক করেছেন পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আরেক মাদক ব্যবসায়ী মিলন ওরফে গাছ মিলন।
কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল হাতেম আলী কলেজ সংলগ্ন ফকির ভিলার দোতালায় সেন্টুর বাসায় অভিযান চালিয়ে আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় সেন্টুকে আটক করলেও পালিয়ে গিয়েছেন রায়পাশা করাপুর ইউনিয়নের বাসিন্দা একসময়ের শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মিলন। মিলন রায় পাশা কড়াপুর ইউনিয়নের মাকড়কাঠি গ্রামের হযরত আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায় সেন্টু ও মিলন দীর্ঘদিন যাবত বরিশাল নগরীসহ আশেপাশে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
মোবাইল ফোনে নেটওয়ার্ক জুড়ে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন এই সেন্টু ও মিলন।
এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন তারা। তবে জামিনে বের হয়েই আবারো একই রূপে দেখা যায় এদের।
আটককৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব ইন্সপেক্টর(এস আই) মোহাম্মদ সাঈদুর রহমান ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, আট বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পলাতক আসামী মিলনকে ধরতেও অভিযান আমাদের চলমান আছে।