বরিশালে নতুন করে ৭ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩১

কামরুন নাহার | ১৬:১১, এপ্রিল ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।মঙ্গলবার নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করা হলে সবার রিপোর্টই পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জের বাসিন্দা এক নারী (৩৬) ও এক পুরুষ (২৬), বানারীপাড়া বাসিন্দা একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরের এক পুরুষ (৩৮), বরিশাল মহানগরীর এক পুরুষ, এবং হিজলার বাসিন্দা এক পুরুষ (৬৫)। বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়া তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চালাচ্ছে। তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলাসমূহ হলো বাবুগঞ্জে ১০ জন, বরিশালে মহানগরী ৯, মুলাদী একজন, হিজলা দুজন, আগৈলঝাড়া একজন, গৌরনদীতে দুজন, উজিরপুরে একজন, বানারীপাড়ায় দুজন, মেহেন্দীগঞ্জে দুজন এবং বাকেরগঞ্জে একজন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো দুজন রোগীর করোনা শনাক্ত হয়।