মহিপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই কৃষি কাজ করছিলেন তিনি। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ করে গরু নিয়ে বিলে যান তিনি। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।