স্বামীর অসমাপ্ত কাজ করতে চান রুবিনা আক্তার বাদশা

নিজেস্ব প্রতিবেদক | ১৬:৫০, মে ২৩ ২০২৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর প্রান কেন্দ্র( ১৬নং) ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মরহুম মোশারফ আলী খান বাদশার রেখে যাওয়া অসমাপ্ত কাজ করতে চান তার সহধর্মিণী রুবিনা আক্তার বাদশা। রুবিনা আক্তার বাদশা এর আগেও একবার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচনে জয়ী হয়ে ওয়ার্ড বাসীর খেদমত করেছেন। সাবেক কাউন্সিলর মরহুম মোশারফ আলী খান বাদশার সহধর্মিণী রুবিনা আক্তার বাদশা বলেন, আমার স্বামী তার জীবন দশায় মানুষের সেবা করে গেছেন। মৃত্যর পর তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো করতেই আমি নির্বাচনে অংশ গ্রহন করি। আগামি (১২জুন) আমাকে ওয়ার্ড বাসী তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে ১৬নং ওয়ার্ড বাসীর কাঙ্ক্ষিত আমি সকল ধরনের চাহিদা পূরণে কাজ করে যাবো এটাই আমার নির্বাচনী ইশতেহার। তিনি আরো বলেন, প্রথমে আমার বড় ছেলে নির্বাচনে অংশ নেয়ার কথা থাকলেও ওয়ার্ড বাসীর আবদার ও পারিবারিক ভাবে সিদ্ধান্ত হওয়ায় আমি এই নির্বাচনে অংশ নেই। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও ওয়ার্ড বাসীর ব্যাপক সারা পাচ্ছেন বলেও জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের বৈধ তালিকা অনুসারে ১৬ নং ওয়ার্ডে সাতজনের মনোয়ন বৈধ হয়েছেন। এরমধ্য রুবিনা আক্তার বাদশার বড় ছেলে আল জায়েদ খান রচি আগামি ২৫মে তার মনোয়ন পত্র প্রত্যাহার করে তার পক্ষে সমর্থন দিবে বলেও জানান তিনি।