নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে হঠাৎ বেড়েছে ফুটপাত দখল বাণিজ্য। এ-যেনো বরিশালের ফুটপাত দখল প্রতিযোগীতা চলছে। ফুটপাত থেকে শুরু করে বাদ যাচ্ছেনা যাত্রীদের জন্য বসার স্থানও।
বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন যাত্রীদের বসার স্থানকে দখল করে চালাচ্ছে হোটেল রেস্তোরা।
চরকাউয়া খেয়াঘাট, লঞ্চঘাটের সামনে মহসিন মার্কেটের চারিপাশসহ যেনো চলছে দখলের মহাউৎসব।
ফুটপাত দখলের কারনে ভোগান্তিতে পথচারীরা।
ভাটারখাল এলাকার বাসিন্দা টিপু সুলতান বলেন, মানুষের হাটার জন্য ফুটপাত করা হলেও তা ব্যবহার হচ্ছে অবৈধ বাণিজ্যে। শুধু ফুটপাতই নয়, নদীর পাড়ের যাত্রীদের বসার স্থানকেও দখল করে চলছে দোকানপাট।
আর এসমস্ত দোকান থেকে মাসোয়ারা তুলছে একটি চক্র। সরজমিনে দেখা যায়, নগরীর ৯নং ও ১০ নাম্বার ওয়ার্ডের বেশিরভাগ ফুটপাত দখল করে দোকান সাজিয়েছে ঐ চক্রটি।
ফুটপাতের এই ভাসমান দোকান থেকে চাঁদাবাজি করছে সঙ্ঘবদ্ধ ঐ চক্রটি।
এবিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন ফুটপাত দখল সম্পুর্ন বেআইনি। আমরা মাঝেমধ্যে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করি। আবারো ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।