ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিসের উদ্যোগে ৪০ মেধাবী শিক্ষার্থীদের চেক প্রদান

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৭, মে ১৯ ২০২৩ মিনিট

রিপোর্ট দেশজনপদ ॥ নগরীর কাশীপুর চহঠা গ্রামের মেধাবী ৪০ শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তির চেক বিতরণ করেছে প্রফেসর ড. আব্দুর রব প্রতিষ্ঠিত ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিস। শুক্রবার সকালে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিস সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার মো: শাহজাহান হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল মান্নান আখন্দ, এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. রেজয়ান চৌধুরী, কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, নওগাঁ মাধ্যমিক বিদ্যালয়, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকবৃন্দ, ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিস সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, হাফিজ আহমেদ, নার্গিস আক্তার প্রমুখ। এ বছরে ৪০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার টাকা করে বিতরণ করা হয়। মেধা বৃত্তি প্রদানের পরে নানামুখী কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রসঙ্গত, ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আব্দুর রব বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি এলাকার উন্নয়নে ও গরীব অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড করেন।