সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক|০০:১৬, মে ১৮ ২০২৩ মিনিট
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশাল জেলার আগৈলঝাড়ার পূর্ব পয়সা সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছরিন খানমের বিরুদ্ধে মোঃ মাহাবুবুর রহমান খান (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ পাওয়া গিয়াছে। গত ১০/০৫/২০২৩ইং রোজ বুধবার সহকারী শিক্ষিকা নাছরিন খানম স্কুলে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান খানের সম্মুখে টেবিল চাপড়াতে থাকেন এবং কিছু অশ্লীলভাবে গালমন্দ করেন ও স্কুল হিসাব নিকাশের কিছু ভাউচারপত্র ছিড়ে ফেলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্র ভাষায় তাকে শান্ত হবার জন্য বিনীত অনুরোধ করে ব্যর্থ হয়ে উক্ত স্কুলের মনেজিং কমিটির সহসভাপতি মোশাররফ খন্দকারকে বিষয়টি অবহিত করেন।
পরে জনাব খন্দকার সাহেব উক্ত বিষয়টি উক্ত স্কুল ক্লাস্টারের দায়িত্বরত সহকারী শিক্ষা অফিসার বাবু সুনীল দেবনাথকে ফোনের মাধ্যমে অবগত করান। উক্ত সহকারি শিক্ষিকা নাছরিন খানম কে সহকারী শিক্ষা অফিসার বাবু সুনীল দেবনাথ কোন কৌশলে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। অবশ্য এক পর্যায় জানা যায়- আগৈলঝাড়া শিক্ষা অফিস কর্তৃপক্ষ বারবার তাকে সতর্ক করা সত্যেও তিনি তার অসৌজন্য আচারণ পরিহার করেন নাই, এমন কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অথবা সহকারী অন্যান্য শিক্ষক কিংবা ছাত্র অভিবাবকদের সাথেও এরূপ অসৌজন্যমূলক আচরণ করেন। কয়েক মাস আগে বিভিন্ন অনিয়মের কারনে তার বেতন স্থগিত করা হয়েছিল।
মানবিক বিবেচনায় স্কুল ম্যানেজিং কমিটিকে অবহিত না করে শিক্ষক সুলভ আচারণে ফিরে আসার শর্তে তার বেতন উত্তোলনের উপর থেকে শিক্ষা অফিস কর্র্তৃপক্ষ নিশেধাজ্ঞা তুলে নেন। কিন্তু তার আচরণে কোন সংশোধনের লক্ষণ দেখতে পাওয়া যায় না। যার কারণে স্কুল মেনেজিং কমিটি উক্ত স্কুলে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সহকারি শিক্ষিকা নাছরিন খানম এর বেতন পুনরায় স্থগিত করার জন্য এবং ১ বছরের ডেপুটিশনে অন্যত্র বদলি করার জন্য আগৈলঝাড়া শিক্ষা অফিসার বাবু শেখর রঞ্জন ভক্ত মহোদয়কে বিনীত ভাবে জোর দাবি জানাচ্ছেন।