বাবুল মাহবুব, বরগুনা ॥ বরগুনার বিষখালী নদী থেকে এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১৭ মে) সকাল দশটার দিকে বিষখালি নদীর পাতাকাটা নামক স্থান থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুটির নাম মোসাম্মৎ ফাতেমা আক্তার (৫)। তিনি বরগুনার বাসিন্দা মোঃ কামাল শিকদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী বিষখালী নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ টিম এর সমন্বয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়। স্বজনরা জানায়, গতকাল নদীতে গোসল করতে নামার পর শিশুটিকে না পাওয়ায় ফায়ার সার্ভিসের বিশেষ টিমকে অবগত করলে তার অভিযানে নেমেও শিশুটির সন্ধান পায়নি।
তবে আজ বুধবার সকাল সকালে মেয়েটির লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, সংবাদের ভিত্তিতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।