নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর পোর্টরোডে অবস্থিত চরমোনাই ট্রলার ঘাট বিআইডব্লউটিএ'র মালিকানাধীন হলেও নিয়ম বহি:ভূতভাবে দরপত্র আহবান করেছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিটি করপোরেশন এমন কর্মকাণ্ডে হতবাক বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ।
তবে দরপত্র আহবান করার বিষয়টি জানাজানি হলে হাইকোর্ট একটি রিট করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা। যার রিট নাম্বার ৪২৭৫/২০২৩।
মামলা সূত্রে জানা যায়, নগরীর পোর্টরোডে অবস্থিত চরমোনাই ট্রলার ঘাট বিআইডব্লউটিএ'র আওয়াতাধীন হওয়ার পরেও অবৈধভাবে চলতি বছরের ১৫ মার্চ দরপত্র আহবান করেন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরে বিষয়টি জানতে পেরে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বাদী হয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এতে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
ওই রিটে বিসিসি’র দরপত্রের উপর ছয়মাসের স্থগিত আদেশ দেন মহামান্য হাইকোর্ট । এর আগে ১ মার্চ ওই ঘাটের ইজারা সম্পন্ন করেন বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম মেনেই দরপত্র আহবান করা হয়েছে বলে জানায় বিসিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিসিসি’র গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম মেনেই পোর্টরোডের চরমোনাই ট্রলার ঘাটের দরপত্র আহবান করেছি। তবে ঘাটের বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে বিআইডব্লউটিএ কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, মামলা হওয়ার পরে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তারা আইনগতভাব বিষয়টি মোকাবেলা করবে বলে জানায়। যেহেতু আদালতে বিষয়টি চলমান তাই আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নেয়া হবে।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, চরমোনাই ট্রলার ঘাট বিআইডব্লউটিএ'র হওয়া সত্ত্বে বিসিসি কর্তৃপক্ষ টেন্ডার আহ্বান করেন। বিষয়টি আমার নজরে আসলে আমি আমি ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করি। তারা বিষয়টি জানার পরে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বাদী হয়ে হাইকোর্ট রিট করেন। রিটে আমাদের পক্ষে রায় দেয়া হয় এবং বিসিসি’র দরপত্রের উপর ছয়মাসের স্থগিত আদেশ দেন মহামান্য হাইকোর্ট।
তিনি আরো বলেন, গত ১ মার্চ চরমোনাই ট্রলার ঘাট টেন্ডারের মাধ্যমে নিরব হোসেন টুটুলকে ইজারা দেয়া হয়। পরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘাটটি নিজেদের দাবী করে পুনরায় নিরব হোসেন টুটুলকে দেয়ার জন্য ১৫ মার্চ অবৈধভাবে দরপত্র আহবান করে। তবে কি কারনে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এমন কাজ করেছে তা আমার বোধগম্য নয়।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম মেনেই আমরা টেন্ডার আহ্বান করেছি। তবে উক্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলা চলমান আছেন।
তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন সকল ঘাটের মালিক আমরা। সেই হিসেবেই চরমোনাই ট্রলার ঘাটের দরপত্র দিয়েছি।