বরিশাল ব্যুরো।।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ছোনের মসজিদ এলাকায় রাস্তার উপরে অবৈধ ড্রেজার পাইপের কারনে প্রাণ গেলো ব্যবসায়ীর।
সরজমিনে দেখা যায়, চরকাউয়া ইউনিয়নের ছোনের মসজিদ এলাকায় রাস্তার উপর থেকে ড্রেজারের পাইপ নেয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
কোনো ধরনের সংকেত ছাড়াই সড়কের মাঝে উঁচু করে পাইপ নেয়ায় ঘটছে এই দুর্ঘটনা।
(২এপ্রিল) মঙ্গলবার রাতে ব্যবসায়ী কাজ সেরে গ্রামের বাড়ি রওনা হয় ব্যবসায়ী আবুল কাসেম(৪০)।
পথিমধ্যে চরকাউয়া ইউনিয়নের ছোনের মসজিদের সামনে বালুর পাইপের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবুল কাসেমকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মৃত আবুল কাসেম বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠী গ্রামের আজাহার আলি হাওলাদারের ছেলে। বরিশাল নগরীর ভাটিখানায় আবুল কাসেমের একটি বেকারি আছে। মঙ্গলবার রাতে বেকারির কাজ শেষ করে গ্রামের বাড়ি দাঁড়িয়ালে রওনা হয় আবুল কাসেম।
পথিমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় তার, আবুল কাসেমের দুটি শিশু সন্তান রয়েছে।
তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
নিহত আবুল কাসেমের ভাই বলেন, নিয়ম মেনে ড্রেজারের পাইপ নিলে হয়তো আমার ভাইর প্রাণটা যেতোনা। শুধু আবুল কাসেম নয়, গত তিনদিনে ঐ পাইপের সাথে ধাক্কা লেগে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারা সবাই বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর আমার ভাইটি তো মারাই গেলো। তিনি আরো বলেন, আমি ঐ ড্রেজার ব্যবসায়ীদের শাস্তির দাবি করছি।
যানা গেছে, চরকাউয়া ইউনিয়নের সাগর মেম্বর ও সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন এই অবৈধ ড্রেজার বাণিজ্য চালায়।