আগৈলঝাড়া প্রতিবেদক ॥ নানা বাড়ি বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে মারা গেছে নাতী আব্দুল্লাহ হাওলাদার (১২)। শনিবার (৮ এপ্রিল) বিকেলে জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুল্লাহর মৃত দেহ উদ্ধার করেছে। থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সুমন হাওলাদারের সপ্তম শ্রেনীতে পড়–য়া ছেলে আব্দুল্লাহ হাওলাদার ঢাকা থেকে ১০দিন পূর্বে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের নানা সিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। অন্যান্য দিনের ন্যায় রোজা রেখে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নানা বাড়ির হামিম ও আশিকের সাথে আব্দুল্লাহ সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্বজনরা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। গৌরনদী ফায়ার ষ্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, তাদের কর্মীরা পাঁচঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে সন্ধ্যা নদী থেকে আব্দুল্লাহর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।