বরিশালে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম

দেশ জনপদ ডেস্ক | ২১:১০, এপ্রিল ০৮ ২০২৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করায় বরিশালে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের গুরুত্বর অবস্থায় শোবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বন্দরথানাধীন ৭ নং চরকাউয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কর্ণকাঠী দক্ষিণ বাড়ীচড় এলাকায় এজমালি রাস্তা বন্ধ করে স্থানীয়দের চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা। এতে একই পরিবারের ৪ জনকে গুরুত্বর আহত করে প্রতিপক্ষরা।   অভিযোগ পাওয়া গেছে, হুমায়ুন ফকির এলাকার এজমালি রাস্তা বন্ধ করে দিয়ে অন্যান্যদের সমস্যা সৃষ্টি করে আসছিলো দীর্ঘ বছর যাবৎ। এতে বাঁধা দেয়ায় তার প্রতিবেশী আশ্রাফ ফকিরের ছেলে আতিকুর রহমান সিহাব (২৮) কে মাথায় দা দিয়ে কোপ দেয়। এসময় তাকে বাঁচাতে আসলে গিয়াসউদ্দিন এর মেয়ে সাদিয়া আক্তার (১৩) ও মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আশ্রাফ ফকির (৮০) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হুমায়ুন ফকির, শওকত ফকির, নাঈম ফকির, শাহিন ফকির, আনিস ফকির ও বাবু ফকির সহ আরো বেশ কয়েকজন। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা আতিকুর রহমান সিহাবের অবস্থা গুরুতর জানিয়ে তাকে ঢাকা মেডিকেল এ রেফার করেন। মাথায় ধারালো কোপের আঘাতে সিহাবের মাথার খুলি বের হয়ে গেছে বলেও জানান। এ বিষয়ে বন্দর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এক সাথে সংঘবদ্ধ হয়ে তাদের পরিবারের উপর এমন হামলার দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা। এ বিষয় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানায়, বিষয়টি তিনি জেনে নিজেই সরেজমিনে অনুসন্ধান করতে এসেছেন। এরপর তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।