নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে এক জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, মীর কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে শুক্রবার গভীর রাতে সদর রোড থেকে গ্রেপ্তার করা হয়, যিনি নগরীর বিভিন্ন স্থানে ‘ওয়ান টেন’ নামক জুয়া চালিয়ে আসছিলেন। তার বাড়ি উজিরপুর উপজেলায় হলেও তিনি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন টেক্সটাইল রোডে বেলতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন এবং শহীদ নামের এক সঙ্গীকে নিয়ে জুয়ার আসর বসাচ্ছেন।
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, কামরুল-শহীদ ও মুক্তিসহ একটি গ্রুপের বিরুদ্ধে জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। এতে শহরের পরিচিত মুখ নেপথ্যে থেকে তাদের সাহস শক্তি যোগান দিচ্ছেন। আমরা চাচ্ছি, তাদেরসহ পুরো চক্রটিকে হাতেনাতে অর্থাৎ জুয়ার আসর থেকে ধরতে। এ জন্য পুলিশ মাঠে কাজও করছে।
এসআই আরাফাত হাসান জানান, সংবাদ ছিল সদর রোডের একটি ভবনে ‘ওয়ান টেন’ নামক জুয়ার আসর বসেছে। কিন্তু সেখানে গিয়ে কাউকে না পাওয়া গেলেও কামরুলকে সদর রোড থেকে ধরা হয়। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই চক্রের বাকি সদস্যদেরও ধরতে নিয়মিত অভিযান অব্যাহত আছে। বিশেষ করে শহীদ-মুক্তি এবং তাদের শেল্টারদাতাদের বাগে আনতে নির্দেশনা রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কশিমনার মো. সাইফুল ইসলাম জানান, শহরের বেশকিছু-আবাসিক বাসা এবং অফিসমূহে যে জুয়া চলছে, তা নজরে রয়েছে। এবং এ সংক্রান্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের ধরতে মাঠপুলিশকে নির্দেশনা দেওয়া আছে। কমিশনার আরও বলেন, যেহেতু একজনকে আইনের আওতায় আনা গেছে, পরবর্তীতে বাকিদেরও আসতে হবে।’