বোরহানউদ্দিনে ছোট ভাই কে খুন করলেন বড় ভাই!
ভোলা প্রতিনিধি ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ফুল কাচিয়া ৪নং ওয়ার্ডে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র মারধর করে ছোট ভাই মো: ছালেম মুন্সি (৬০) কে মেরে ফেলার অভিযোগ আপন বড় ভাই নসু মুন্সি’র (৬৫) বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে নিহত ছালেম এর স্ত্রী জয়তুন বেগম একটি হত্যা মামলা দায়ের করলে নসু মুন্সি কে আটক করেছেন থানা পুলিশ।
নিহতের স্ত্রী জয়তুন নেছা জানান, দীর্ঘ দিন যাবত আমার স্বামীর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল ভাশুরের সাথে। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকালে তিনি আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ওসি মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে খবর পাই বড় ভাই’র আঘাতে ছোট ভাই খুন হয়েছে। এ সংবাদ পেয়ে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বড় ভাই নসু মুন্সির ছাগলে তার ছোট ভাই মো.ছালেম মুন্সি’র বাগানের কিছু গাছপালা খেয়ে ফেলে এ বিষয় বলতে গেলে বড় ভাই’র মারধরের ঘটনায় ঘটনাস্থলেই ছোট ভাই মারা যান। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় বড় ভাই কে আটক করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।