বাকেরগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ২১:০৯, এপ্রিল ০৬ ২০২৩ মিনিট

মোঃ বশির আহাম্মেদ, বাকেরগঞ্জে বরিশালের বাকেরগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি(এসএসকে) এর বাস্তবায়ন এবং সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) ড. সৈয়দা নওশীন পর্ণিণী, উপপরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সংকর প্রসাদ অধিকারী, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন সহ বেশ কিছু ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ।