বরিশালে নিজ দলীয় কর্মীকে মারধরের ঘটনায় ছেলেসহ বিএনপি নেতা গ্রেপ্তার
দেশ জনপদ ডেস্ক|১৯:৪৬, এপ্রিল ০৫ ২০২৩ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিএনপি নেতা হাবিবুর রহমান নতুন একটি বিতর্কের জন্ম দিয়ে ফের আলোচনায় এসেছেন। ইউনিয়ন বিএনপির কমিটিতে পদপ্রাপ্তির একদিনের মাথায় স্থানীয় বাসিন্দা মো. গোলাম মোর্শেদ খান (৩৫) এবং মো. মিরাজ বেপারী (৩৪) নামের দুই যুবককে প্রকাশ্যে পিটিয়েছেন এই বিএনপি নেতা এবং তার ছেলে রিয়াজ রহমান সবুজ (২৮)। বিমানবন্দর থানাথীন উত্তর কড়াপুর স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের সম্মুখে গতকাল মঙ্গলবার এই ঘটনায় ছেলেসহ বিএনপি নেতা মিন্টু মেম্বর এবং মো. সুজন (২১) নামের তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপি। এই কমিটিতে একাধিক মামলার আসামি বিতর্কিত হাবিবুর রহমান মিন্টু মেম্বরকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাদের এই কিমিটির বিরোধীতা করে আসছিলেন স্থানীয় ছাত্রদল নেতা মো. গোলাম মোর্শেদ খান। এতে ক্ষুব্ধ ছিলেন বিএনপি নেতা মিন্টু এবং ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোলাম মোর্শেদ খান মোটরসাইকেলযোগে সঙ্গী মো. মিরাজ বেপারীকে নিয়ে এলাকায় প্রবেশ প্রাক্কালে তার পথরোধ বিএনপি নেতা মিন্টু। এসময় তার সাথে ছেলে রিয়াজ রহমান এবং ছেলের সহযোগী সুজনসহ আরও ৬/৭ জন ছিল। বিএনপি নেতা নির্দেশ দিলে তার ছেলে সহযোগীদের নিয়ে গোলাম মোর্শেদ খানের ওপর অতর্কিত হামলা করে। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হত্যার হুমকি দিয়ে সকলে স্থান ত্যাগ করে।
এই ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি গোলাম মোর্শেদ খান সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা মিন্টু এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের অভিযোগ, বহু অঘটন পটিয়াসী মিন্টু মেম্বর বিএনপির পদধারী নেতা হলেও তার সাথে স্থানীয় আওয়ামী লীগের ব্যাপক সংখ্যতা রয়েছে। ভূমিদস্যুতাসহ নানমুখী বেসামাল কান্ডে জড়িয়ে তিনি এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন। সর্বশেষ ইউনিয়ন বিএনপির কমিটিতে পদপ্রাপ্তিতে একদিনের মাথায় ছাত্রদল নেতাকে পেটালেন প্রকাশ্যে এবং ছেলেসহ গ্রেপ্তারও হলেন। ঘটনাবলীতে তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। এছাড়া তার ছেলের বিরুদ্ধেও মাদককান্ডে জড়িত থাকাসহ নানামুখী অভিযোগ রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) লোকমান হোসেন জানান, স্থানীয় দুই যুবককে মারধরের মামলায় মিন্টু এবং তার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার (৫ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।’