বাকেরগঞ্জে এজাহারভুক্ত পৌর যুবলীগ সভাপতিকে ধরছেনা পুলিশ

দেশ জনপদ ডেস্ক | ১২:৩৪, মার্চ ২৫ ২০২৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। চুরি, খুন-জখম সহ একাধিক অপরাধের অভিযুক্ত এজাহারভুক্ত আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করছেনা পুলিশ। এমনটাই অভিযোগ ভুক্তভোগী পরিবারের। বাকেরগঞ্জ থানার মামলা নং১৯ সূত্রে জানা যায়,গত (১০মার্চ) উপজেলার কাঁঠালতলা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো: রেজাউলের দীর্ঘদিন যাবত ভোগদখল কৃত জমির গাছ কেটে নেয় বাকেরগঞ্জ পৌর যুবলীগের সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন ও তার লোকজন। কোনো ধরনের কাগজপত্র ছাড়া গায়ের জোড়ে প্রায় আড়াই লক্ষ টাকার গাছ কেটে নেয় তারা। সেঘটনায় মামলা দায়েরের পরেও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন আসামিরা। উল্টো মামলার বাদী ও তার পরিবারকে হুমকিধামকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবী, মামলা করার পর আসামিরা গ্রেপ্তার না হলেও নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। ভুক্তভোগী রেজাউল বলেন, আমাদের ভোগদখলকৃত জমির গাছপালা কেটে নিলো, সেঘটনায় মামলা দায়ের করার পরেও উল্টো হুমকিধামকি দিয়ে যাচ্ছে তারা। শুধু তাই নয়, মামলার তদন্তকারী অফিসার বাকেরগঞ্জ থানার সাব-ইন্সেপেক্টর মাহামুদ হাসান আসামিদের গ্রেপ্তার না করলেও আমাদের বলে আপনারা আপোষ মিমাংসা করেন। কারন আসামিরা প্রভাবশালী তাদের সাথে আপনারা পারবেননা। এবিষয় বাকেরগঞ্জ থানার সাব-ইন্সেপেক্টর মাহামুদ হাসান মামলার সত্যতা স্বীকার করে বলেন, পৌর যুবলীগের সভাপতিসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন রেজাউল। তবে সেঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেননি তিনি।