নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বিউটি সুপার মার্কেট এর রড চুরি করতে গিয়ে হাতেনাতে বাবা ছেলে সহ সহযোগীকে আটক কোতোয়ালী থানা পুলিশ।
আজ সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর বিউটি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো স্থানীয় চিহ্নিত ভাঙ্গারী ব্যবসায়ী মো: কামাল মল্লিক (ভাঙ্গারী কামাল) ও তার ছেলে রাকিব মল্লিক এবং তাদের সহযোগী টিটুকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
চুরির সাথে জরিতদের আটক কালে ৭৫ পিচ রড়সহ নির্মাণ কাজে ব্যাবহরিত মালামাল উদ্ধার করা হয়েছে।
এঘটনায় বরিশাল সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মো: হাবিবুর রহমান বিউটি সুপার মার্কেট নির্মান কাজ পরিদর্শনে গেলে এই রড ও মালামাল চুরির ঘটনা দেখতে পায়।
পরবর্তিতে কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে আসামীদের গ্রেফতার করে। এ ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনে সম্পত্তি কর্মকর্তা সানজিদ আহমেদ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।