চরামদ্দি স্কুলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছোট করে টানানো নিয়ে উত্তেজনা

দেশ জনপদ ডেস্ক | ১১:৩৫, মার্চ ১৮ ২০২৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি মজিদুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছোট করে টানানো নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সরজমিনে দেখা যায়, চরামদ্দি মজিদুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছোট করে টানানো। তার পাশেই স্কুলের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন হাওলাদার ও তার স্ত্রী'র ছবি অনেক বড় করে টানানো। এঘটনা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। চরামদ্দি ইউনিয়ন আওয়ামীলীগের এক সদস্যা বলেন, চরামদ্দি মজিদুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সেই স্কুলেই যদি জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা হয় এটা সত্যিকার অর্থে লজ্জাজনক। ইউনিয়ন আওয়ামীলীগের আরেক সদস্য বলেন, স্কুলের ছবি টানানোর বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নজরে পড়লে সেও এটা নিয়ে স্কুল কমিটিকে কথা শুনিয়েছে। তবে এরপরও স্কুল কমিটি ছবির বিষয়টি সমাধান করেননি। এবিষয় ঐ স্কুলের সহকারী শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।