নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীতে পুলিশের স্ত্রী'র সাথে অনৈতিক কর্মকান্ডের সময় সোহেল আহমেদ-কে আটক করেছে পুলিশ। সোহেল আহমেদ নগরীর আগরপুর রোডের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে ও পাচঁ সন্তানের জনক।
ঘটনা সূত্রে জানা যায়, (৯মার্চ) বৃহস্পতিবার রাতে রুপাতলি গাউসিয়া সড়কের মল্লিক ভিলার ভাড়াটিয়া পুলিশ কনস্টেবল মাহামুদের স্ত্রী'র সাথে অনৈতিক কর্মকান্ডের সময় স্থানীয়রা আটক করে তার স্বামীকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ কনস্টবল মাহামুদ তার বাসায় এসে দেখে স্ত্রী সুৃমাইয়া আক্তারের রুমে সোহেল আহমেদ-কে। এসময় তিনি কোতোয়ালি মডেল থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল আহমেদ ও পুলিশ কনস্টেবলের স্ত্রী সুমাইয়া আক্তারকে থানায় নিয়ে যায়।
এঘটনায় বাদী হয়ে কোতোয়ালি থানায় ব্যভিচারের মামলা দায়ের করেন পুলিশ কনস্টেবল মাহামুদ।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রী সুৃমাইয়া আক্তারের সাথে আগরপুর রোডের বাসিন্দা সোহেল আহমেদকে অনৈতিক কর্মকান্ডের সময় আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করেছেন মাহামুদ। সেই মামলায় সোহেল আহমেদ-কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।