বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আতাকাঠী গ্রামে বরিশাল কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে আশ্রাফ আলীর বাড়ির প্রবেশ রাস্তার মুখে আলী আজিম (২৭)কে ১০৬ পিচ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রফতার করা হয়। ৫ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ মোস্তফার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই মো: মাহমুদ হাসান, এসআই মজিবুর রহমান, এএসআই সোহেল রানা। অভিযানে মাদক ব্যবসায়ী আলী আজিমের থেকে তার সাথে থাকা একটি পাটের বস্তার মধ্যে পলিথিন ব্যাগের ভিতর সাদা কষ্টেপ দিয়ে মোড়ানো পৃথক ব্যাগে ১০৬ পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, বরিশাল বটতলা নবগ্রাম রোডের হাফেজ মাওলানা আবদুল্লাহর পুত্র আলী আজিম। আলী আজিমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ফেন্সিডিল সহ গ্রেফতারি আসামি আলী আজিমকে বাকেরগঞ্জ থানা মামলা নাম্বার ৭/৫/২৩ রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।