গাঁজার চালানসহ গ্রেপ্তার ২, পুলিশের হাত ফসকে পালিয়ে গেল জুতি-মুন্না

দেশ জনপদ ডেস্ক | ২১:২২, মার্চ ০৫ ২০২৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল শহরের পোর্টরোড ব্রিজ এলাকা থেকে গাঁজার বড় একটি চালান আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকা থেকে গাঁজার চালানটিসহ দুইজনকে গ্রেপ্তার করলেও পুলিশের হাত ফসকে পালিয়ে গেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুতি-মুন্নাসহ আরও একজন। জুতি-মুন্না সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তারা শহরের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদী তীরবর্তী রসুলপুর চরের বাসিন্দা জুতি-মুন্নাসহ ৫ জনের একটি চক্র গাঁজার একটি বড় চালান নিয়ে পোর্টরোড ব্রিজ পার হচ্ছিল। এমন সময় কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তারে অগ্রসর হয়। তখন দুই যুবককে গাঁজার চালানটিসহ গ্রেপ্তার করলেও জুতি-মুন্না এবং তাদের আরেক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। থানা পুলিশের একটি সূত্র জানায়, জুতি-মুন্না জুটি রসুলপুর চরাঞ্চলে মাদকের অঘোষিত একটি স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এবং তাদের কাছে প্রায়শই মাদকের বড় বড় চালান নিয়ে আসে ব্যক্তি-বিশেষ। পরবর্তীতে এসব মাদকদ্রব্য তারা বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলার বিক্রেতাদের কাছে সরবরাহ করে। অনুরুপ একটি গাঁজার চালান শনিবার রাতে পোর্টরোড ব্রিজ হয়ে রসুলপুরে নিয়ে যাচ্ছিলেন জুতি-মুন্নাসহ তাদের তিন সহযোগী। কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজান জানান, মাদকের চালান নিয়ে জুতি-মুন্না পোর্টরোড ব্রিজ পার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেন এবং এসময় সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করলেও দৌড়ে পালিয়ে যায় জুতি-মুন্নাসহ আরও একজন। তাদের ধরতে পুলিশ সদস্যরাও পেছন নেন। কিন্তু মাদক ব্যবসায়ীরা দৌড়ে একপর্যায়ে লাফিয়ে খালে পড়ে এবং পালিয়ে যায়। অভিযান পরিচালনাকারী এসআই আরাফাত হাসান জানান, গাঁজাসহ গ্রেপ্তার দুজন এবং পালিয়ে যাওয়া জুতি-মুন্না ও তাদের আরেক সহযোগীকে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বামী-স্ত্রী মুন্না-জুতিসহ তাদের ওই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’