বরিশালে চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবি ১৫ বোতল ফেনসিডিল আটক
কামরুন নাহার|১৯:৪০, ফেব্রুয়ারি ০৬ ২০২৩ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে চিহ্নিত এক নারী মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেনসিডিল সহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নগরীর ১৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার আদি শ্মশান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোছাম্মৎ বেবি বেগম এর বসত ঘর তল্লাশি চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করেন।
আটকৃত বেবি ওই এলাকার মোঃ হারুন অর রশিদের স্ত্রী। মোঃ হারুন নিজেও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। নতুন বাজার এলাকায় তাদের নেতৃত্বেই চলে মাদক কেনাবেচা। দীর্ঘদিন যাবত প্রশাসনের তেমন কোন অভিযান না থাকায় অনেকটা প্রকাশ্যেই চলছিল তাদের মাদক ব্যবসা।
সোমবার (৬ ফেব্র“য়ারি) বিকেলে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ একটি টিম এই অভিযান পরিচালনা করেন। আটককৃত বেবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন পরিদর্শক সিদ্দিকুর রহমান।