গলাচিপায় কীটনাশক পানে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৮, জানুয়ারি ৩০ ২০২৩ মিনিট

পটুয়াখালীর গলাচিপায় কীটনাশক পান করে খাদিজা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ। সোমবার দুপুরে উপজেলার বাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা ওই গ্রামের হেলাল হাওলাদারের মেয়ে ও দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তরমুজ ক্ষেতে প্রয়োগের জন্য ঘরের ভেতরে রাখা কীটনাশক সোমবার দুপুর ১২টার দিকে পান করে খাদিজা। এরপর সে ডাক চিৎকার শুরু করে। তখন বাড়ির লোকজন এসে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমুল ইসলাম খাদিজাকে মৃত ঘোষণা করেন। খাদিজার বাবা হেলাল হাওলাদার বলেন, খাদিজা আগে থেকেই একটু মানসিক ভারসাম্যহীন ছিলো। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’