ব‌রিশা‌লে সাজাপ্রাপ্ত ব‌হিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ০২:২৩, জানুয়ারি ২৭ ২০২৩ মিনিট

ব‌রিশাল নগরী থে‌কে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের ব‌হিষ্কৃত সাধারণ সম্পাদক সোলায়মান হাওলাদার বাপ্পী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার রা‌তে নিউ সার্কুলার রোডের সা‌জেদা নিবাস থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। সোলায়মান হাওলাদার বাপ্পী নগরীর ২৬নং ওয়ার্ডের বাসিন্দা ছালাম হাওলাদারের ছেলে। এছাড়া মাস খা‌নেক আ‌গে নানা অপক‌র্মের কার‌ণে ব‌হিষ্কার হয় আওয়ামী লীগ থে‌কে। বাপ্পি একটি মামলায় সাজাপ্রাপ্ত ও অপর দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন পলাতক ছিলো। ২০১৯ সালে ৬০ লক্ষ টাকার চেক প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত ও অপর দুটি মামলায় বাপ্পির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কোতোয়ালি মডেল থানা পু‌লি‌শের ও‌সি আজিমুল করিম বলেন, সাজাপ্রাপ্ত সোলায়মান হাওলাদার বাপ্পি নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো দুটি চাঁদাবাজী ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।