বরিশাল বিএনপির সমাবেশে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ
দেশ জনপদ ডেস্ক|২০:৫৪, জানুয়ারি ২৫ ২০২৩ মিনিট
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষে বরিশালে বিএনপির সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কিছুক্ষণ এই সংঘর্ষ চলার পর বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের দ্বন্দ্ব হয়। এই নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুইজনের সমর্থকেরা হাতাহাতিতে জড়ায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সামনে তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মী পর্যায়ের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পরে তাদেরকে শান্ত করা হয়েছে।’