বরিশালে মায়ের ইন্ধনে চাচাকে খুন

কামরুন নাহার | ১৫:২০, এপ্রিল ১৯ ২০২০ মিনিট

এস.এন.পলাশ ॥ বরিশাল সদর উপজেলায় কড়াপুর ইউনিয়নে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বন্ধুদের নিয়ে আপন চাচাকে খুন করেছে দুই ভাতিজা। মায়ের ইন্ধনে দুই ভাই ও তাদের বন্ধুরা মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বিকেলে নিজ ঘরে ছুড়িকাঘাতে নিহত হন বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের শোলনা তুলাতলার ঘোষবাড়ি এলাকার মৃত আবুল হাসানাতের ছেলে তৈমুর হোসেন। খুনিরা দুটি মোটরসাইকেলযোগে গিয়ে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে চলে যায়। এ ঘটনায় মামলা করেছেন নিহতের বোনের স্বামী মোঃ আসলাম। মামলায় আসামি করা হয়েছে নিহতের ভাই অ্যাডভোকেট আহসান হাবিবের স্ত্রী শাহানাজ পারভীন এবং তারই দুই ছেলে ইমরান ও রুম্মানসহ আরো কয়েকজন। স্থানীয়দের সূত্রে আরো জানা গেছে, সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নিহত তৈমুরের ভাইয়ের দুই ছেলে। আর এ হত্যাকান্ডের পেছনে ইন্ধন দিয়েছে তাদের মা শাহানাজ পারভীন। এদিকে, নিহতের অপর ভাই মোস্তফা ও বোন ফাতেমা জানায়, অভিযুক্ত আমাদের দুই ভাতিজা বরিশালের বিএনপি নেতা মহানগর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুর শ্যালক। তিনি আমাদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তারা আরো জানায় শুধু মঞ্জু নয়, ওয়ার্কার্স পার্টির সমর্থিত বাবুগঞ্জের সাবেক সাংসদ এ্যাড: টিপু সুলতানও আমাদেরকে মামলা চালিয়ে না যাওয়ার জন্য বার বার চাপ দিয়ে যাচ্ছেন। টিপু সুলতান বলেন, এই মামলায় আসামিদের কিছুই হবে না। অর্থ দিয়ে সব ম্যানেজ করার ব্যবস্থা করা হবে। তাই ঝামেলা না বাড়িয়ে মামলা নিয়ে সামনে এগোতে নিষেধ করা হয়। এ ব্যাপারে কথা বলতে টিপু সুলতানের মোবাইলে ১৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার ব্যাপারে এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, ঘটনার দিন তৈমুর হোসেন নিজ ঘরে অবস্থান করছিলেন। বিকেলে একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে ঘরে ঢুকে তৈমুরকে এলোপাথাড়ি ছুড়িকাঘাত করে দ্রুত সটকে পড়ে। প্রতিবেশীরা তৈমুরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে নিহতের বোনের জামাই বাদী একটি মামলা দায়ের করেন।