পুর্ব শত্রুতার জেরে দিনমজুরকে কুপিয়ে যখম
নিজস্ব প্রতিবেদক : পুর্ব শত্রুতার জেরে দিনমজুরকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের মুজাফ্ফর হাওলাদারের ছেলে দিনমজুর শাহিন হাওলাদার(৪৫)কে কুপিয়ে যখম করা হয়েছে।
গতকাল (২জানুয়ারি) সোমবার রাত নয়টার দিকে শাহিন হাং বাড়ি ফেরার পথে উত্তমপুর গ্রামের নতুনহাট পোল এলাকায় বসে এলোপাথাড়ি কুপিয়ে যখম করেছে একই এলাকার হায়দার ও তার ছেলে আকবর হাওলাদার। এসময় শাহিনের ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় শাহিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
শেবাচিমের কর্তব্যরত ডাক্তার জানান, শাহিনের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কোপের ক্ষত রয়েছে, তাকে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।
দিনমজুর শাহিনের স্ত্রী বলেন, আকবর হাওলাদারের সাথে জমিজমা নিয়ো বিরোধ থাকায় আমার স্বামীকে রাতের আধাঁরে এলোপাথাড়ি কুপিয়েছে হায়দার ও তার ছেলে আকবর। তিনি আরো বলেন, শাহিন এখন গুরুতর অসুস্থ তাই থানায় যেতে পারিনি, আজ রাতেই মামলা দায়ের করবো।