বরিশালে মৃত্যু ও জন্ম নিবন্ধন হ‌বে কাউ‌ন্সিলর কার্যালয়ে

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৩, ডিসেম্বর ২০ ২০২২ মিনিট

ব‌রিশাল ব্যুরো।। ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের অ‌্যানেক্স ভবন থে‌কে প‌রিচা‌লিত জন্ম ও মৃত‌্যু নিবন্ধন কার্যক্রম ব‌রিশা‌লের ৩০‌টি ওয়ার্ডের কাউ‌ন্সিলর কার্যালয় থে‌কে প‌রিচালনার উ‌দ্যেগ নেওয়া হ‌য়ে‌ছে। এতে ক‌রে প্রায় ৮ দিন এই নিবন্ধন কার্যক্রম বন্ধ থাক‌বে। জনগ‌নের স্বা‌র্থে প‌হেলা জানুয়ারী থে‌কে পু‌রোদ‌মে জন্ম ও মৃত‌্যু নিবন্ধন কার্যক্রম শুরু হ‌বে। মঙ্গলব‌ার বিকাল সা‌ড়ে তিনটায় নগরীর ব‌রিশাল ক্লা‌বের কনফা‌রেন্স রু‌মে এক সংবাদ স‌ম্মেল‌নে বিষয়‌টি জানান ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। তি‌নি ব‌লেন, নগরবা‌সি অ‌নেক সময় জন্ম ও মৃত‌্যু নিবন্ধন সনদ সংগ্রহ কর‌তে ভোগা‌ন্তির শিকার হ‌তো। নাগ‌রিক‌দের ভোগা‌ন্তির কথা চিন্তা ক‌রে আমরা ৩০‌টি ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর কার্যাল‌য়ে জন্ম ও মৃত‌্যু নিবন্ধনের প্রক্রিয়ার উ‌দ্যেগ গ্রহণ ক‌রে‌ছি। এ‌তে ক‌রে খুব কম সম‌য়ে ৩০‌টি কাউ‌ন্সিলর কার্যালয় থে‌কে নিবন্ধন সনদ গ্রহণ কর‌তে পার‌বে নগরবাসী। মেয়র ব‌লেন, এই উ‌দ্যেগের কার‌ণে প্রায় ৮‌দিন জন্ম ও মৃত‌্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাক‌তে পা‌রে। আ‌গে মন্ত্রণাল‌য়ে আমরা ১৬ লক্ষ টাকা জমা দি‌য়ে‌ছিলাম। এখন আবার বা‌কি টাকা জমা দি‌য়ে পুনরায় কাউ‌ন্সিলর কার্যাল‌য়ে জন্ম ও মৃত‌্যু নিবন্ধন কার্যক্রম শুরু করা হ‌বে। এ‌তে ক‌রে কাউ‌ন্সিলর‌দেরও সু‌বিধা হ‌বে। মঙ্গলব‌ার থে‌কে অ‌্যানেক্স ভব‌নে জন্ম ও মৃত‌্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হ‌য়েছে। নাগ‌রিক‌দের সু‌বিধার জন‌্য ৩০‌টি ওয়ার্ডে ৩০ জন লোক থাক‌বে তদার‌কির জন‌্য। সংবাদ স‌ম্মেল‌নে ব‌রিশাল জেলা প‌রিষদের চেয়ারম‌্যান এ‌কেএম জাহাঙ্গীর হোসাইন, সি‌টি কর‌পো‌রেশ‌নের প‌্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, র‌ফিকুল ইসলাম খোকন প্রমূখ।