লালমোহনে খালে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে খালের পানিতে ডুবে মো. জুবায়ের হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউপির গাইমারা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুবায়ের ওই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
শিশু জুবায়েরের বাবা আলাউদ্দিন বলেন, সকালে উঠানে খেলাছিল জুবায়ের। পরে তাতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পিছনের খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাই। এ সময় তাকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।