সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া নারীকে প্রাণনাশের হুমকি
দেশ জনপদ ডেস্ক|১৮:২৩, নভেম্বর ১৭ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ চাকরিচ্যুত সার্ভেয়ার এম মোতালেব হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ইসমাত সায়লা বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি বলেন, এম মোতালেব হোসেন নামে একজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে। আমরা তার অভিযোগ খতিয়ে দেখেছি। অভিযোগের প্রমাণ পেলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
ভুক্তভোগী ইসমাত সায়লা বলেন, এম মোতালেব হাওলাদারের সাথে দেওয়ানী মামলা চলছে। তারপরও সিএন্ডবি পুল সংলগ্ন মীরাবাড়িতে আমার জমিতে সে সাইনবোর্ড দিতে আসেন। আমি তখনো তাকে বলেছি, মামলা নিস্পত্তি হলে যে পাবে সে নিয়ে যাবে। সুরহা হওয়ার আগে সাইনবোর্ড দেওয়া যাবে না। তখন তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালি এবং খুনের হুমকি দেন।
তিনি আরও বলেন, চাকরিচ্যুত এই সার্ভেয়ারের বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছি। তারপরই তিনি আরও বেপরোয়া হয়ে গেছেন। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। পুরো পরিবার আতঙ্কে আছি, কখন সে কী করে।
প্রসঙ্গত, বিরোধপূর্ণ জমির সন্ধান পেলে নিজেই তদবির করে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে নেন সার্ভেয়ার এম মোতালেব হোসেন। এরপর প্রভাবশালীদের নিয়ে সেই জমি দখলে নেন। আর এভাবে নামে-বেনামে শত কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন তিনি। চলতি বছরের ৭ আগস্ট ওই সার্ভেয়ারের নামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন ইসমাত সায়লা। এছাড়া স্থানীয় আরও কয়েকজন ভুক্তভোগী এম মোতালেব হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই নিয়ে গত ১৪ নভেম্বর ঢাকা পোস্টে ‘সাবেক সার্ভেয়ার শত কোটি টাকার মালিক, দুদকে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।