বরিশালে চিকিৎসক-ছাত্র করোনায় আক্রান্ত

কামরুন নাহার | ০০:১৯, এপ্রিল ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নতুন করে তিনজন চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সবাই শেবাচিম হাসপাতালে কর্মরত আছেন। শনিবার রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে তিনজন চিকিৎসকের তথ্য জানানো হয়। তবে চিকিৎসকের পরিচয় জানানো হয়নি। এ তিনজন ডাক্তারের সংস্পর্শে কারা কারা এসেছেন তা জানার চেস্টা করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসনের মিডিয়া সেল। অপরদিকে হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার হাবিবুর রহমান ছাত্রবাসের নিবাসী ও মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওই হলে আরো ৪০ জন ইন্টার্নি চিকিৎসকের বসবাস। এর মধ্যে ১৫ জন ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত ওই ছাত্রের সাথে মেলামেশা করেছেন বলে জানা গেছে। এদিকে করোনা আতঙ্ক এবং নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন ইন্টার্ন চিকিৎসক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, শীঘ্রই সমস্যার সমাধান হবে। তবে বাকি ইন্টার্ন ও মিডলেভেলের চিকিৎসকরা হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। রোগীর সংখ্যা কম থাকায় সেবা প্রদানে কোন সমস্যা হচ্ছে না।