বরিশালে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন

দেশ জনপদ ডেস্ক | ১৬:২৮, নভেম্বর ১৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বরিশালে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান বিএফএম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপাতার ওয়াহিদুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম। মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।