বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
দেশ জনপদ ডেস্ক|১৯:২৭, নভেম্বর ১৫ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ শ্লোগান নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় নগরীর ফজলুল হক এভিনিউতে সদর ফায়ার স্টেশন কার্যালয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসানসহ অন্য অতিথিরা।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। বক্তারা দুর্যোগ-দুর্ঘটনার বিষয়ে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।