সড়কের পাশের সরকারি গাছ কেটে সাবাড়

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৬, নভেম্বর ১৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের মুন্সীর বাড়ির সামনে থেকে পূর্ব দিকে পাকা ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশের সরকারি গাছ কেটে সাবাড় করা হচ্ছে। ইতোমধ্যে ৮টি গাছ কাটা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শামীম মুন্সী গাছগুলো স্থানীয় জাফর সিকদারের কাছে বিক্রি করেছেন। এ গাছগুলো উপজেলা বন বিভাগ রোপন করে বলে জানা গেছে। সোমবার (১৪ নভেম্বর) থেকে গাছগুলো কাটা শুরু হয়েছে। গাছগুলো কাটার পর গোড়াগুলো মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, জাফর সিকদারের কাছে আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ বিক্রি করা হয়েছ। কেটে নেয়া গাছগুলোর বাজার মূল্য এক লাখ টাকার উপরে। জাফর সিকদার গাছ কেনার বিষয়টি সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করেছেন। সাইদুর রহমান শামীম মুন্সী বলেন, ওই সড়কে বনায়ন হয়েছে তিন বছর আগে। আর গাছগুলো হলো ২০-২৫ বছর আগের। আমাদের জমির সীমানায় আমারা লাগিয়েছি। তাই আমি গাছগুলো কেটেছি। উপজেলা বন কর্মকর্তা ফিরোজ কবির বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। আমাদের গাছ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।