নিজস্ব প্রতিবেদক ॥ বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া হত্যার ঘটনায় মূলহোতা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ শেখসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত এক রাউন্ড গুলিভর্তি পিস্তলটি। বাগেরহাট পুলিশ শনিবার গভীর রাতে পিরোজপুরের ইন্দুরকানীর বালিডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। পুলিশের কাছে ফরিদ শেখ গুলি করে তানু ভূঁইয়াকে হত্যার কথা স্বীকার করেছেন। আসামিরা শনিবার রাত থেকে ফরিদের ফুফুর বাড়ি বালিডাঙ্গার একটি ঘরে অবস্থান করছিল। রোববার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানান। এদিকে তানু ভূঁইয়ার হত্যার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার জানান, তানু ভূঁইয়া ও ফরিদ শেখ একে অন্যের আত্মীয় ও প্রতিবেশী। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাদের উভয়ের নামে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে শহরের বাসাবাটি পদ্মপুকুর মোড়ে তানু ভূঁইয়া হত্যার ঘটনায় তার স্ত্রী কানিজ ফাতেমা শনিবার রাতে ১৭ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় নামীয় ৮ আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার এ নয়জনের মধ্যে কবির এজাহারভুক্ত আসামি নন। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-ফরিদ শেখ (২৮), মনির (২৬), রাতুল (২৭), সিরাজুল (২৭), আল আমিন (৩০), সুমন (২৬), সোহাগ (২৫), মুকুল শেখ (৫৩) ও কবির (৫০)। তাদের মধ্যে সোহাগের বাড়ি শহরতলির কাড়াপাড়া এলাকায়। অন্য সবার বাড়ি বাগেরহাটের বাসাবাটি এলাকায়। গ্রেফতারদের রোববার দুপুরে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় মডেল থানায় অপর একটি মামলা করেছে পুলিশ। বাগেরহাটে এর আগেও এক ব্যবসায়ীকে গুলি করা হয়। তারপর পুলিশ চারটি অস্ত্র উদ্ধার করেছিল। আইনশৃঙ্খলার এ অবনতির কারণে পুলিশ জেলাব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো অভিযান চালাবে কি না-এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। বিশেষ অভিযানের প্রয়োজন নেই।
এদিকে নুরে আলম তানু ভূঁইয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপি চারদিনের ঘোষিত কর্মসূচি পালন করছে। রোববার সকালে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে শহরের পুরাতন বাজার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
বরিশালে বিক্ষোভ : তানু ভূঁইয়া হত্যার প্রতিবাদে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রোববার দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দল ও বিকালে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা স্বেচ্ছসেবক দলের কর্মসূচিতে সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মালেকের সভাপতিত্বে ও আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি জাহিদুর রহমান পান্না, আনোয়ার হোসেন টিটু, যুগ্ম সম্পাদক নিজামুর রহমান নিজাম, মিজানুর রহমান বাপ্পি, কামরুল হাসান সোহাগ, সামসুল কবির ফরহাদ প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে পৃথক কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক খান মো. আনোয়ার, তরিকুল জামান তারিক, যুগ্ম সম্পাদক মিল্টন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।