নিজস্ব প্রতিবেদক ॥ ” আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী ডায়াবেটিক সমিতি এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস- ২০২২ পালিত হয়েছে।
১৪ নভেম্বর সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে গিয়ে শেষ হয়।
পরে পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস, এম কবির হাসান, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সির্বাহী সদস্য শাহানুর হক, ডাঃ জয়গোপাল দাসসহ ডায়াবেটিক সমিতির অন্যান্য সদস্য ও ডাক্তারবৃন্দরা।