তারেক রহমানের নেতৃত্বে গঠন হবে জাতীয় সরকার: মির্জা ফখরুল
দেশ জনপদ ডেস্ক|১৮:০৫, নভেম্বর ১২ ২০২২ মিনিট
রিপোর্ট দেশজনপদ ॥ তারেক-রহমানের-নেতৃত্বে-গঠন-হবে-জাতীয়-সরকার-মির্জা-ফখরুলফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফখরুল।
ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে আবদুল আজিজ ইনস্টিটিউট ময়দানে বেলা ১১টায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়।
তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন ফখরুল।
এ সময় তিনি বলেন, ‘জাতীয় সরকার কেমন হবে তা আগামী দিনে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন।’
ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকারপ্রধান বলেন, আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে। আপনারা দুর্ভিক্ষের কথা বলে জনগনের কাছ থেকে আপনাদের লুটপাটের কথা আড়াল করতে চাইছেন। কারণ আপনারা দেশের রিজার্ভ শুধু চিবিয়েই খাননি গিলে খেয়েছেন।’
এর আগে ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে আবদুল আজিজ ইনস্টিটিউট ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
নির্ধারিত সময় বেলা ২টার বেশ আগে শনিবার বেলা ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।
এর আগেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। মাঠটিতে গত কয়েক দিন ধরে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশের দিন শনিবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মাঠে আসেন তারা।