উপকূল দিবস গঠনের দাবীতে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৪, নভেম্বর ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষনার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, “১৯৭০ এর ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। তাদেরকে স্মরণ করা হয় না। তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে দিবস পালন করা হয় না।দেশে তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় রয়েছে অথচ উপকূলের ১৯ জেলা নিয়ে মন্ত্রণালয় গঠন করা হয়নি। তাই ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী জানাচ্ছি”। মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফসহ আরও অনেকে। এছাড়াও ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে।