ভোলায় ২৭ মণ জাটকা জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় অবৈধভাবে পরিবহনের সময় ২৭ মণ জাটকাসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
আটকরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার জসিম (৩৩) এবং সদর উপজেলার রামদাসপুর এলাকার বিল্লাল (৩০)।
শনিবার (১২ নভেম্বর) ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় পৃথক অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পরিবহনের সময় একটি অটোরিকশা ও একটি ইজিবাইক থেকে ২৭ মণ ১১ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।