পুনর্বাসন না করে উচ্ছেদ নয়, শত শত নারী পুরুষ সড়কে

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৯, নভেম্বর ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ 'আগে পুনর্বাসন পরে উচ্ছেদ 'এমন দাবিতে কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরের শত শত দরিদ্র পরিবারের নারী-পুরুষ সদস্যরা কুয়াকাটা চৌরাস্তায় সড়কে অবস্থান নিয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে কুয়াকাটা চৌরাস্তা থেকে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। জেলা প্রশাসনের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান এ কারণে আপাতত বন্ধ রয়েছে। অবস্থানকারী নারী-পুরুষ, শিশুদেরসহ পানি উন্নয়ন বোর্ডের ধানসিঁড়ি বাংলোর সামনে অবস্থান করেন। কারণ ওই বাংলোতে কলাপাড়ার ইউএনওসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন অবস্থান করছিল। তারা বাংলোতে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। গত দুই দিন ধরে জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে থাকা প্রায় তিন শ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বেড়িবাঁধের বাইরে সৈকত লাগোয়া জেলেসহ বিভিন্ন ধরনের মানুষের বসবাসের ঝুপড়ি ঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। জেলা প্রশাসনের এমন প্রস্তুতি চলাকালে শত শত নারী-পুরুষ কুয়াকাটায় চৌরাস্তাসহ আশপাশের এলাকায় অবস্থান করে। সবশেষ বেলা সাড়ে ১১ টার দিকে অবস্থান কারীরা অবরোধ থেকে সরে আসেন।