বরগুনায় ট্রাক্টরের ধাক্কায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৩, নভেম্বর ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মো. আল-আমিন (৩৬)। পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলে করে কলাপাড়া থেকে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন। এ ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের (৩৫)। স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।